দুধ এবং দুগ্ধজাত পণ্যের খুচরো ব্যবসায় লগ্নি করছে জেআইএস গোষ্ঠী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ১৫০ কোটি টাকা তারা বিনিয়োগ করবে বাংলায়। পরবর্তী সময়ে আরও বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হতে পারে। এতে প্রায় ৫৫০ জনের কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এতদিন ডানকুনির প্রকল্পে প্রতিদিন ৫০০০ লিটার দুধ তারা উৎপাদন করে আসছে। তবে সেই দুধ তৈরি করে তারা বিভিন্ন সংস্থাকে সরবরাহ করত। এতদিন তাদের নিজেদের নামের কোনও ব্র্যান্ড ছিল না। এবার তারা নিজেদের ব্র্যান্ডের দুধ সরাসরি বাজারে বিক্রি করবে।
শহরের ৩৬০০ টি দোকানে তারা দুধ সরবরাহ করার পাশাপাশি জেলাতেও দুধ সরবরাহ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, হরিয়ানায় দুগ্ধশিল্প দিয়ে আত্মপ্রকাশ করেছিল জেআইএস গোষ্ঠী। ১৯৫০ সালে আত্মপ্রকাশ করা এই গোষ্ঠী দুগ্ধ শিল্প ছাড়াও আরও বেশ কিছু শিল্পের সঙ্গে জড়িত। এ বিষয়ে সংস্থার ডিরেক্টর আনমোল সিংহ নেরুলা জানিয়েছেন, তাদের এই গোষ্ঠী স্বাস্থ্য পরিষেবা,টেলি যোগাযোগ, পরিকাঠামো, শিক্ষা পরিষেবা, পণ্য পরিবহণ, তথ্যপ্রযুক্তি ইত্যাদি ব্যবসা রয়েছে।