এবার হনুমান জয়ন্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল উদ্যোগ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি(এনসিপি)। আজকের বিশেষ দিনে মহারাষ্ট্রে হনুমান মন্দিরে মুসলিম ব্যক্তিদের জন্যেও আরতির আয়োজন করেছে শরদ পাওয়ারের দল। শুধু তাই নয়, রমজান মাস উপলক্ষে মহারাষ্ট্রের পুনের মন্দিরে ইফতার পার্টিরও আয়োজন করেছে তারা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এনসিপি নেতা রবীন্দ্র মালবাদকরের উদ্যোগেই এই ইফতার পার্টি আয়োজন। পুনের সাঁখালিপীর তালিম রাষ্ট্রীয় মারুতি মন্দিরে শুক্রবার সন্ধেয় রমজান উপলক্ষে আয়োজন করা হয় ইফতারের। রমজান মাসে সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমেই রোজা ভাঙেন মুসলিম ধর্মাবলম্বীরা। সূত্রের খবর, শুক্রবার হনুমান মন্দিরে এনসিপি আয়োজিত ইফতার পার্টিতে প্রসাদ খেয়েই ভাঙেন রোজা। হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরে চলছে বিশেষ উৎসব পাশাপাশি চলছে রমজান পালনও।
সংবাদমাধ্যমকে এনসিপি নেতা জানান, এই ধরনের উদ্যোগ এই প্রথম নয়, গত ৩৫ বছর ধরেই চলে আসছে। হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রেখে মন্দিরে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে বহুদিন ধরেই। এর আগে গণেশ পুজোতেও মন্দিরে মোদকের বদলে খেজুর প্রসাদ হিসেবে উৎসর্গ করা হয় এবং তা পরে রোজা ভাঙতে মুসলিম ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়।