সম্প্রতি তাঁর করা বিস্ফোরক মন্তব্যের পরে এমনই জল্পনা শোনা যাচ্ছিল যে শীঘ্রই কংগ্রেস ছাড়ছেন হার্দিক প্যাটেল। তবে এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন হার্দিক নিজেই। জানিয়ে দিলেন, এমন কোনও সম্ভাবনা নেই। তাঁর দল ছাড়া নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা নিতান্তই গুজব।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি যেন নাসবন্দি হওয়া বর!’ তাঁর অভিযোগ ছিল, জনপ্রিয় পাতিদার নেতা নরেশ প্যাটেলকে দলে নিতে কংগ্রেস নেতৃত্ব ‘দেরি করছে’। পাশাপাশি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তাঁকেও কোণঠাসা করে রেখেছে, কাজে লাগাচ্ছে না বলেও অভিযোগ ছিল তাঁর। গুজরাতে কংগ্রেসের কাজকর্মের ধারা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন হার্দিক। আজ পর্যন্ত রাজ্য শাখার কোনও বৈঠকে তাঁকে ডাকা হয়নি, সিদ্ধান্ত নেওয়ার আগে মতামতও শোনা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর ফলে ক্রমেই সম্ভাবনা জোরাল হচ্ছিল তাঁর দল ছাড়ার।
কিন্তু এবার হার্দিক জানিয়ে দিলেন, এ সবই গুজব। তাঁর কথায়, ‘একটা গুজব রটেছে আমি নাকি কংগ্রেস ছাড়ছি। জানি না কে এসব ছড়াচ্ছে। আমি আমার ১০০ শতাংশ দিয়েছি কংগ্রেসকে। এবং আগামিদিনেই দেব। গুজরাটে আমরা আরও উন্নয়ন করব। তবে দলের ভিতরে ছোটখাটো সমস্যা কিংবা পারস্পরিক দোষারোপের দিকও রয়েছে। কিন্তু সেসবকে পিছনে ফেলে আমরা গুজরাতকে আরও উন্নত এক রাজ্যে পরিণত করবই।’ তবে মুখে একথা বললেও তাঁর যে দলের প্রতি যথেষ্ট অভিমান রয়েছে, সেই ইঙ্গিত মিলেছে। হার্দিক বলছেন, ‘যদি সত্যি বলাটা অপরাধ হয়, তবে আমি অপরাধী।’