শুভ নববর্ষ। করোনাকে পিছনে ফেলে একটা নতুন বছর। স্বাগত ১৪২৯। হালখাতা, মিষ্টিমুখে বছরের প্রথম দিন উদযাপন করছে বাঙালি। মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আর পাঁচটি উৎসবের মতো নতুন বছরেরর প্রথম দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা। টুইটে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক’।
গত দুবছর করোনার জেরে ম্লান হয়ে গিয়েছিল বর্ষবরণের আনন্দ। তাই এবছর সব পুষিয়ে দিতে চায় বাঙালি। রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গে সকাল থেকেই মন্দিরে মন্দিরে উপচে পড়ছে ভিড়। দক্ষিণেশ্বর, কালীঘাটে ভক্তদের ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুজো দিয়ে একটাই কামনা, ‘সকলকে ভাল রেখো মা।’