বাঙালিয়ানা তাঁর মননে। বাংলা ভাষা, সংস্কৃতি তাঁর মজ্জায়। এমন মন্তব্য করে ‘বহিরাগত’ বিতর্কে জল ঢেলে দিলেন বলিউড অভিনেতা তথা আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘কোনও বাঙালির থেকে কম বাঙালিয়ানা নেই আমার মধ্যে। আমি কোনোভাবেই বহিরাগত নই। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আমার ভালোভাসা’।
গত মঙ্গলবারই শেষ হয়েছে আসানসোলের উপনির্বাচন পর্ব। এই ভোটের হাত ধরেই বাংলার রাজনীতিতে পা দেন তিনি। তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ‘বহিরাগত’ বিতর্ক তুলেছে বিজেপি।
এদিন সেসব বিতর্ক মাঠের বাইরে ফেললেন বিহারীবাবু। তিনি বললেন, ‘আমি বাংলায় অনেক সিনেমা করেছি। গৌতম ঘোষের অন্তর্জলী যাত্রা থেকে শক্তি সামন্তের মস্তান। এই সমস্ত সিনেমাতে কোনও ডাবিং ছাড়াই বাংলাতেই সংলাপ বলেছি’।
পাল্টা স্লোগান তুললেন ‘খেলা হবে’। তৃণমূল সুপ্রিমোর প্রশংসা করে শত্রুঘ্ন বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। খেলা হবে স্লোগানকে গোটা দেশে ছড়িয়ে দিয়ে আমি তাঁর হাতই আরও শক্ত করব’। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মধ্যেও ‘খেলা হবে’ স্লোগানের হাত ধরেই বিজেপির বাড়া ভাতে ছাই দেয় ঘাসফুল শিবির। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে মমতা ব্রিগেড। আর তারপর থেকেই খেলা হবে স্লোগানের জনপ্রিয়তা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পা রাখে জাতীয় রাজনীতির ময়দানেও। এবার এই স্লোগানই নতুন উদ্যোমে গোটা দেশে ছড়িয়ে দিতে নয়া কৌশল নিতে চলেছেন শত্রুঘ্ন। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।