রাম নবমীর দিনে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে কয়েকটি পাথরে গেরুয়া রঙ ও পতাকা লাগিয়ে ‘রাম মন্দির’ গড়ে তোলা হয়েছে। এমনকী অস্থায়ী সেই পাথরের কাঠামোটিতে শ্রীরামচন্দ্রের ছবিও রাখা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র ইউনিয়ন এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী সংগঠনগুলি ক্যাম্পাসের ‘গেরুয়াকরণ’ করতেই এই উদ্যোগ নিয়েছে।
আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এএসএ) এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) বিশ্ববিদ্যালয়ের ‘গেরুয়াকরণ’ উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অহিন্দু ছাত্রছাত্রীদের প্ররোচিত করতে বা উসকানি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ঘটনার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকেই (এবিভিপি) দায়ী করেছে বাকি ছাত্র সংগঠনগুলি। এদিকে, এবিভিপি এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে তৈরি করা ওই মন্দিরের কাঠামো নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। যদিও এই উদ্যোগকে ছাত্রদের ধর্মীয় স্বাধীনতা বলেই মনে করছে এবিভিপি।
রবিবার হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে পুরুষদের হোস্টেল-এফ এবং প্রধান ওয়ার্ডেন অফিসের কাছে একটি গেরুয়া রং করা পাথর পাওয়া গিয়েছে। গেরুয়া রঙের পতাকা-সহ একটি গাছের নীচে ওই পাথরের কাঠামোটির মধ্যে শ্রীরাম চন্দ্রের কয়েকটি ছবিও রয়েছে। ওই পাথরগুলিতে ‘ওম’ এবং স্বস্তিকা প্রতীক আঁকা রয়েছে।