সময়টা ছিল এবছরের জানুয়ারি। একের পর এক অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত হয়েছিল এই বছরের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু সব বাধা কাটিয়ে ফের উৎসবের মেজাজে মেতে উঠতে চলেছে শহরের সিনেমাপ্রেমীরা। চলতি মাসেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আগামী ২৫শে এপ্রিল থেকে শুরু হবে বহুপ্রতীক্ষিত এই চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ১লা মে পর্যন্ত। এক সপ্তাহ ব্যাপী এই উৎসবে দেশ বিদেশের রকমারি সিনেমার আসর বসবে কলকাতায়। চলতি বছরের জানুয়ারি মাসে এই উৎসব হওয়ার কথা থাকলেও ওমিক্রনের দাপটে পিছিয়ে যায় এই উৎসব। একের পর এক শিল্পীর করোনা আক্রান্তের খবর আসায় সেই সময় এই উৎসব বন্ধ করে দিতে হয়। গৃহবন্দী সিনেমা প্রেমীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এবার ফের শুরু হতে চলেছে এই উৎসব। যদিও শহরের কোথায় কোথায় সিনেমা দেখানো হবে, তা নিয়ে বিশদে কিছু জানানো হয়নি এখনও।
