আইনমন্ত্রী মলয় ঘটক, আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বর্ষীয়ান আইনজীবী তথা বজবজের বিধায়ক অশোক দেবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, দুটি বিষয়ে বেশি করে জোর দিতে বলেছেন মমতা বন্দ্যোপধ্যায়। এক, তৃণমূলের লিগাল সেলকে করতে হবে দুর্ভেদ্য। যাতে বল না গলে। এবং দুই, প্রয়োজনে সমস্ত সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে হবে।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিটা মামলাতেই সিবিআই দিয়ে দিচ্ছে, এটা কী চলছে? এরকম চলতে পারে না। লিগাল সেলকে আরও সক্রিয় করতে হবে। সূত্রের খবর তিনি বলেছেন, ঠিক মতো গ্রাউন্ড বোঝানো যাচ্ছে না। সওয়াল-জবাবে হয়তো খামতি থেকে যাচ্ছে। তাই আদালত সিবিআই দিচ্ছে।
তিনি বলেন, এখানে পুলিশ কাজ করছে। একটা ঘটনা ঘটলে সঙ্গেসঙ্গে পুলিশ পদক্ষেপ করছে, গ্রেফতার করছে, তারপরেও সিবিআই। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই তিনজনকে স্পষ্ট বলেছেন, যে আইনজীবীদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যাঁরা এখন আর প্র্যাকটিস করেন না, তাঁদের থেকে পরামর্শ নিতে হবে।
মুখ্যমন্ত্রী রাজ্যপালের চিঠি নিয়েও এই বৈঠকে আলোচনা করেছেন। সূত্রের খবর, কল্যাণ, মলয়দের মমতা নাকি বলেছেন, হাইকোর্টের গণ্ডগোল নিয়েও রাজ্যপাল তাঁকে চিঠি লিখছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, হাইকোর্টে আইনজীবীরা কী করবেন তা নিয়ে রাজ্য সরকার কী করবে?