এবার বিপাকে পড়তে হল রাজ ঠাকরেকে। প্রকাশ্যে তরোয়াল প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের হল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার মহারাষ্ট্রের থানেতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানকে তরোয়াল হাতে দেখা গিয়েছিল। অস্ত্র আইনের ৪ এবং ২৫ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে থানের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, অস্ত্র আইনে রাজ ঠাকরে সহ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার থানে জেলাপ্রধান অবিনাশ যাদব এবং থানে শহর প্রধান রবীন্দ্র মোরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, মসজিদের সামনে থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়ার জন্য লাগাতার সরব হচ্ছেন রাজ ঠাকরে। এই নিয়ে আগামী ৩ মে পর্যন্ত মহারাষ্ট্র সরকারকে আলটিমেটামও দিয়ে রেখেছেন রাজ ঠাকরে। মহারাষ্ট্র সরকারকে তাঁর হুঁশিয়ারি, ৩ মে পর্যন্ত সমস্ত মসজিদে লাউডস্পিকার বন্ধ রাখতে হবে। অন্যথায়, আমরাও স্পিকারে হনুমান চালিশা বাজাব।’ এমনকী আইনি পদক্ষেপ নিতেও তিনি পিছপা হবেন না বলে ইঙ্গিত দিয়েছেন রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে এই মামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।