অবশেষে বড়সড় স্বস্তি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশ। স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বুধবার পর্যন্ত সিবিআই প্রসিডিংয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কট নিয়েই কলকাতা হাইকোর্টে হাতাহাতিতে জড়ান আইনজীবীরা। হাতাহাতিতে জড়ান তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা। একাংশের আইনজীবীদের দাবি, বিচারপতি পরপর একপেশে নির্দেশ দিচ্ছেন। সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কটের দাবি তোলেন তাঁরা। অন্য পক্ষের দাবি, সঠিক নির্দেশ দিচ্ছেন বিচারপতি।
উল্লেখ্য, এর আগে স্কুল শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার হয়। বিকেল সাড়ে ৫টার মধ্যে হাজিরার নির্দেশ দেন বিচারপতি সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায়ে তিনি আরও স্পষ্ট করে জানান যে, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী এস এস কে এম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।