এবার এক দেশ এক কৃষি ক্রয় নীতির দাবিতে দিল্লীর রাজপথে সপার্ষদ ধর্নায় বসলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর দাবি, রাজ্যগুলিতে উৎপাদিত সব ধান কেন্দ্রীয় সরকারকে ন্যায্য দামে কিনে নিতে হবে।
কেসিআর ইতিপূর্বে কেন্দ্রের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত ও পুরসভার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সোমবার ধর্নায় বসেছেন তিনি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি নিয়ে রাজধানীতে ধর্নায় বসেছেন।
তবে এখানেই শেষ নয়। ২৪ ঘণ্টার মধ্যে এই দাবি পূরণ নিয়ে কেন্দ্র পদক্ষেপ না করলে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি। এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন কেসিআর। ফলে আগামী কাল তিনি কী বলবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।