আচমকাই উধাও। ৪০ পড়ুয়াকে নিয়ে নিখোঁজ সল্টলেকের শিক্ষা নিকেতনের ৩টি স্কুল বাস। এমন ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৩ ঘণ্টা ধরে কোনও খোঁজ নেই তাঁদের।
করোনা কাল কাটিয়ে শুক্রবারই খুলেছে সল্টলেকের মহিষবাগানের শিক্ষা নিকেতন স্কুল। নিয়ম মতো ১১ টা নাগাদ ছুটি হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৩টি স্কুল বাস। কিন্তু ৩ ঘণ্টা কেটে গেলেও কোনও খোঁজ নেই তাঁদের।
ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। জানা যাচ্ছে, মোট তিনটি বাসের কোনও হদিশ মেলেনি। এর পর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
তবে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে যে, বাসটির যান্ত্রিক ত্রুটি থাকার কারণে পড়ুয়াদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে। তবে, বাস চালকের সঙ্গে কেন যোগাযোগ করা যাচ্ছে না, সেই নিয়ে কোনও উত্তর মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।