সৈকত সুন্দরী দিঘায় এবার নয়া চমক। সমুদ্রের পাশাপাশি ভ্রমণার্থীদের জন্য দিঘায় আসতে চলেছে ডবল ধামাকা। তৈরি হচ্ছে মিনি চিড়িয়াখানা। সূত্রের খবর ইতিমধ্যেই এই চিড়িয়াখানা সংক্রান্ত প্রাথমিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। খসড়া প্ল্যান পাঠানো হয়েছে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও।
সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললে খুব শীঘ্রই এবার দিঘায় দেখা মিলবে হরিণ, কুমীর, অ্যালিগের, শিকারী বিড়াল, কচ্ছপের মতো প্রাণীর। দিঘা সি বিচের পাশাপাশি এবার এই চিড়িয়াখানা ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা।
ফলে পর্যটকদের কাছে এখন দিঘা ঘোরার মজা আরও কয়েকগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য। কবে থেকে চালু হচ্ছে এই চিড়িয়াখানা? কোন কোন পশু-পাখি দেখা যাবে সেখানে? কী জানাচ্ছে বন দফতর? জেনে নিন।
জানা যাচ্ছে, বর্তমানে এই চিড়িয়াখানা সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা বন দফতরের তরফে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। তাদের থেকে অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
যার মধ্যে রয়েছে চিড়িয়াখানার নির্মাণকাজ। সরীসৃপ সহ অন্য পশু-পাখি নিয়ে আসার কাজ। জানা গিয়েছে, মিনি এই চিড়িয়াখানার জন্য প্রায় ২৩ থেকে ২৪ একর জায়গা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ মিনি বলা হলেও দিঘায় যে রাজ্যের চতুর্থ চিড়িয়াখানা তৈরি হতে চলেছে, তা বলাই বাহুল্য।
নতুন এই পরিকল্পনা নিয়ে এই দিঘা শংকরপুর উন্নয়ণ পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল বলেন, ”মিনি চিড়িয়াখানার জন্য বন দফতরের তরফে আমাদের কাছে জমি চাওয়া হয়েছিল। সেই মতো যা পদক্ষেপ গ্রহণ করার করা হয়েছে। এর থেকে বেশি এখনই কিছু বলা সম্ভব নয়।”
দিঘার এই চিড়িয়াখানায় কী কী আকর্ষণ থাকছে? মূলত সরীসৃপদের রাখা হবে এই চিড়িয়াখানায়। থাকছে হরিণ, ঘড়িয়াল, কচ্ছপ, ফিশিং ক্যাট, কুমীরের মতো প্রাণী। সমুদ্রের ধারে এই প্রাণীগুলিকে দেখার আকর্ষণে দিঘায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
গোটা পরিকল্পনাটি নিয়ে ডিএফও অনুপম খান বলেন, ”আমরা দিঘার এই মিনি চিড়িয়াখানার প্ল্যান সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছি। তারা অনুমোদন দিলেই কাজ শুরু হবে। কিন্তু অনেক বড় পরিকল্পনা ফলে অনেকটাই সময় লাগবে।”