তাঁর আমলে বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী। এই মুহূর্তেও ছাত্র আন্দোলনে উত্তাল কবিগুরুর স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়। যার ফলে অব্যাহত অচলাবস্থা। তবে এবার সেই তিনিই কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণে আসতে চান। কথা হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে চড় মারার হুমকি দিয়েছিলেন ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনা নিয়ে পুলিশের নিরপেক্ষতা তুলে ধরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তুলনা টেনে এনেছিলেন বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে। এবার সেই বিদ্যুৎ চক্রবর্তীই কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে।
প্রসঙ্গত, বিশ্বভারতীতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে। সেখানে উত্তাল পরিস্থিতি। যার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেখানে উপাচার্য গ্রেফতার হননি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছিলেন, ‘বিশ্বভারতী বোলপুর নিয়ে যা হচ্ছে সেই ব্যাপারে কিছু লিখুন। ক’জন অ্যারেস্ট হয়েছে? বিশ্বভারতীর ভিসি কি অ্যারেস্ট হয়েছে? যে একটু কটু খারাপ কথা বলেছে, তাঁকে অ্যারেস্ট করেছে পুলিশ। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতেই বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘বিশ্বভারতীতে দিনের পর দিন অশান্তি হয়। দিনের পর দিন আমাকে অশ্রাব্য, কুশ্রাব্য গালিগালাজ করা হয়। আমি চাইছি, মুখ্যমন্ত্রীর কাছে আমার বক্তব্য রাখার একটি সুযোগ দেওয়া হোক।’