লাগামহীনভাবে বেড়েই চলেছে জ্বালানির দাম! গত নয় দিনে একটু একটু করে বাড়তে বাড়তে পেট্রোল ডিজেলের দাম এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীকে নিশানা করে রাহুল জানান, প্রধানমন্ত্রীর প্রতিদিনের করণীয় তালিকার মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ানো, কৃষকদের আরও অসহায় করা এবং যুবকদের কর্মসংস্থানের ‘ফাঁকা স্বপ্ন’ দেখানো।
হিন্দীতে ট্যুইট বার্তায় লিখেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিদিনের কাজের তালিকা – পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কত বাড়বে, কীভাবে জনগণের ব্যয় নিয়ে আলোচনা বন্ধ করা যায়, কীভাবে যুবকদের কর্মসংস্থানের ফাঁকা স্বপ্ন দেখাতে হয়, কোন সরকারি সংস্থাকে বিক্রি করতে হয় এবং কীভাবে কৃষকদের আরও অসহায় করে তোলা যায়’।
পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে। এই নিয়ে গত ১০ দিনে মোট দাম বেড়েছে প্রতি লিটারে ৫.৬০ টাকা। সরকারি তেল সংস্থাগুলি গত কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়িয়ে চলেছে৷ পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷