বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্য সরকারকে উত্ত্যক্ত করতে দেখা যায় তাঁকে। যে কারণে রাজ্যপালকে টুইটারে ব্লকও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মিলল বরফ গলার ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর এক ফোনেই অর্থ বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল। সেই সঙ্গে টুইট করে ধনকর জানিয়েছেন, যা যা বকেয়া বিষয় আছে, তা সাত দিনের মধ্যে মেটানোর আশ্বাস মিলেছে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং অর্থসচিবের থেকে।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই রাজভবনের সঙ্গে নবান্নের একটা টানাপড়েন চলছিল। কারণ, আজ বৃহস্পতিবার ২০২১-২২ আর্থিক বছর শেষ হচ্ছে। ২০২২-২৩ আর্থিক বছরের বাজেটের অর্থবিল পাশ না হলে বেতন-সহ বহু বিষয় আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই অবস্থায় এ দিন দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন যায় রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথার পরে রাজ্যপাল বিলে সই করেন। রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থ। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে রাজ্যপালের সঙ্গে নথি-সহ আলোচনা করেন তাঁরাও।