জঙ্গি অভিযানকে কেন্দ্র করে ফের রক্তাক্ত হল কাশ্মীর। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলাকালীন ৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এনকাউন্টার চলাকালীন সেনার গুলিতে ৩ জঙ্গীও নিকেশ হয়েছে। শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও।
জঙ্গী অভিযানে সেনার গুলিতে স্থানীয় ৭ বাসিন্দার মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। যা উস্কে দিচ্ছে ২০১৬-র ভয়াবহ স্মৃতি, যখন হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে প্রায় দু’মাসব্যাপী প্রতিবাদ আন্দোলন চলেছিল উপত্যকায়। সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সেই সময় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ২০০০ মানুষ। ছররা বন্দুকের আঘাতে দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন অনেকে।
শনিবার সকাল থেকে পুলওয়ামার সিরনু গ্রামে জঙ্গি অভিযান চলছিল। সেনার গুলিতে তথনই নিহত হয় তিন জঙ্গি। এরপরই লুকিয়ে থাকা জঙ্গিদের পাশে দাঁড়ায় গ্রামবাসীরা বলে জানা যাচ্ছে। বেলা গড়াতেই সেনা অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা। লুকিয়ে থাকা জঙ্গিদের সমর্থনে শুরু হয় বিক্ষোভ মিছিল। সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেইসময়ই গ্রামবাসীদের রুখতে গুলি চালায় সেনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলওয়ামার ডেপুটি কমিশনার গোলাম মহম্মদ দর। প্রশাসনের তরফে সেখানকার ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কাশ্মীর এবং জম্মুর বানিহালের মধ্যে ট্রেন চলাচলও।