এবার পাহাড়-সমতলকে যেন এক লহমায় মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের কোনও এক সদস্য পাহাড়ের কোনও এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। মঙ্গলবারের দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে নিজেই সেই শুভ কথা শোনালেন মমতা। তিনি জানান, তাঁর পরিবারের এক সদস্যের বিয়ে হতে চলেছে পাহাড়ে। যা নিয়ে তৃণমূলের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
এ ব্যাপারে তৃণমূলের কেউ কিছু না বললেও কানাঘুষো শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কোনও এক ভাইপোর সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে পাহাড়ের এক তরুণীর। এদিন কথার পিঠে কথা বলতে গিয়ে সেটাই বলেছেন তিনি। তবে সেই তরুণীর নাম কী? তিনি দার্জিলিং, কার্শিয়াং না কালিম্পঙের? তা জানা যায়নি। এদিন মমতা বলেন, ‘আমি চাই পাহাড়ের নেতৃত্ব দিন মহিলারা। এখানকার মহিলাদের হাসি কাঞ্চনজঙ্ঘার মতো। আমি আপনাদের ঘরের মেয়ের মতোই থাকব, সহযোগিতা করব। আমি চাই পাহাড় হাসুক।’
এ কথা বলাই বাহুল্য যে মুখ্যমন্ত্রীর কোনও ভাইপোর সঙ্গে পাহাড়ের তরুণীর বিয়ে হলে আক্ষরিক অর্থেই বন্দ্যোপাধ্যায় পরিবার হয়ে উঠবে বৈচিত্রের মধ্যে ঐক্য। কারণ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-ও বাংলাভাষী নন। নিজের পরিবারে সর্বধর্মকে গ্রহণ করার প্রসঙ্গে মমতা একবার বলেছিলেন, ‘অভিষেক তো দিল্লীতে প্রেম করত। আমরা তো মেনে নিয়েই ওদের বিয়ে দিয়েছি। কী অসুবিধা আছে?’