বেশ কিছুদিন ধরেই হিজাব বিতর্ক নিয়ে উত্তাল বিজেপি শাসিত কর্ণাটক। ইতিমধ্যেই কর্ণাটক হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ‘ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়’। আদালতের এই মন্তব্য নিয়েও বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টেও পৌঁছেছে। এরই মধ্যে এবার হিজাব ইস্যুতে মুখ খুললেন, গত বছর মিস ইউনিভার্স খেতাব জয়ী হরনাজ কৌর সান্ধু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিজাব বিতর্কে মেয়েদেরই নিশানা করা হচ্ছে। মেয়েদের বাঁচতে দিন, সে যেভাবে চায় সেভাবেই তাকে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওর নিজের ডানা। আপনি কাটার কে! ডানা যদি কাটতে হয়, নিজের কাটুন।’
প্রসঙ্গত, বিদেশের মাটিতে খেতাব জেতার পর সম্প্রতি দেশে ফিরেছেন হরনাজ। সেই উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে রাজনৈতিক কোন প্রশ্নের কোনও উত্তর দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন হরনাজ। তবে তার পরেও হিজাব নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, ‘সত্যি বলতে কি, সবসময় নেয়েদেরই নিশানা করা হয়। দেখুন, এখনও আমাকে নিশানা করা হচ্ছে’। এরপরই হিজাব ইস্যু নিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। বলেন, ‘হিজাব বিতর্কে মেয়েদেরই নিশানা করা হচ্ছে। মেয়েদের বাঁচতে দিন, যে ভাবে চায় সে ভাবে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওর নিজের ডানা। আপনি কাটার কে! ডানা যদি কাটতে হয়, নিজের কাটুন।’