করোনা মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সালে যাত্রা স্থগিত ছিল। গত বছর, ২৮ জুন থেকে বালতাল এবং চন্দনওয়ারি উভয় রুট থেকে ৫৬ দিনের যাত্রার ঘোষণা করেছিল, কিন্তু কোভিড সংক্রমণ বাড়তে থাকার কারণে পরে এটি বাতিল করা হয়। অবশেষে ২ বছর বন্ধ থাকার পর আগামী ৩০ জুন থেকে ফের শুরু হতে চলেছে ছিল অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীর রাজভবন সূত্রে এই খবর জানান হয়েছে। বলা হয়েছে ৩০ জুন থেকে শুরু করে টানা ৪৩ দিন চালু থাকবে অমরনাথ যাত্রা। রাখী পুর্ণিমার দিন থেকেই বন্ধ হবে এই যাত্রা। সকল করোনা বিধি মেনেই এ বছর ফের শুরু হতে চলেছে এই যাত্রা।
উল্লেখ্য জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের পরিপ্রেক্ষিপ্তে ২০১৯ সালে মাঝপথেই বাতিল হয়ে যায় অমরনাথ যাত্রা। তারপর মাঝে ২ বছর করোনার কারণে বন্ধ ছিল এই যাত্রা। করোনা সংক্রমণ কিছুটা কমতেই ফের চালুর পথে অমরনাথ যাত্রা। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠকের পর, যাত্রা শুরুর কথা জানিয়ে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক টুইট বার্তায় লিখেছেন, ‘অমরনাথ যাত্রা নিয়ে আজ শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে টানা ৪৩ দিনের ওই যাত্রা শুরু হবে আগামী ৩০ জুন। মেনে চলতে হবে কোভিড প্রটোকল। যাত্রা নিয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে।’