সকালে মর্নিং ওয়াক করা তাঁর পুরনো অভ্যাস। কোনও সফরে গেলেও তার অন্যথা হয় না। বরং মর্নিং ওয়াকের সঙ্গে জনসংযোগটাও সেরে নেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে দেখা গেল সেই একই চিত্র। সোমবার সকালে পায়ে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে ঘুরলেন ম্যাল, সিংমারী। কথা বললেন পর্যটক, ব্যবসায়ী, স্থানীয়দের সঙ্গে।
এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে প্রথমেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয় বিষ্ণু তামাং নামে দার্জিলিঙের এক বৃদ্ধার সঙ্গে। ওই বৃদ্ধার কোমরের সমস্যা দেখে সহমর্মিতা দেখান তিনি। তাঁকে কোমরে বেল্ট পরার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে থাকা কর্মীদের নির্দেশ দেন ওই বৃদ্ধার বাড়িতে কোমরের বেল্ট পৌঁছে দিতে।
একইসঙ্গে এদিন ম্যালেই মুখ্যমন্ত্রী এক শিশুকে কোলে তুলে নেন। অগ্নি নামে ওই শিশুকে আশীর্বাদ করেন মমতা। পাশাপাশি এদিন ম্যালে বিশ্ব বাংলা স্টোরেও পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে ঘুরে দেখেন দোকানটি। কর্মীদের ঠিকমতো বেতন হচ্ছে কিনা, বিক্রিবাটা কেমন চলছে তাও খঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে কোনওরকম সমস্যা হচ্ছে কিনা, তা নিয়েও জিজ্ঞাসা করেন তিনি। কথা বলেন দার্জিলিঙে আগত পর্যটকদের সঙ্গেও।
করোনাকালে দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল উত্তরবঙ্গ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আদৌ ব্যবসা হচ্ছে? এদিন দোকানে ঘুরে ব্যবসায়ীদের থেকে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁদের সঙ্গে। দোকানের জিনিসপত্রও দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি।