বক্স অফিসে সুপারহিট হলেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্কও। বহু দর্শকে এই ছবিকে বিভিন্ন ধর্মালম্বী মানুষের মধ্যে মেরুকরণের হাতিয়ার হিসেবেও অভিহিত করেছে।
বক্স অফিসে সুপারহিট হলেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্কও। বহু দর্শকে এই ছবিকে বিভিন্ন ধর্মালম্বী মানুষের মধ্যে মেরুকরণের হাতিয়ার হিসেবেও অভিহিত করেছে। পাশাপাশি এই ছবির প্রতি আরও একটি গুরুতর অভিযযোগ এনেছে সমাজের একটি বড় অংশ। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই ছবির মাধ্যমে দেশের বিভিন্ন সংবেদনশীল বিষয়কে নাড়াচাড়া করা হয়েছে আর এমনভাবে করা হয়েছে যার সুবাদে লোকসভায় খাড়া হয়েছে বিতর্ক।
শেষমেশ এই নিয়ে মুখ খুললেন কাশ্মীর ফাইলস-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আর তাতেই শুরু হল নয়া বিতর্ক। তিনি সোজাসুজি জানিয়ে দিলেন, যেসব মানুষ তাঁর এই ছবির নিন্দা-সমালোচনা করছেন সেইসব ব্যক্তিরাই আদতে সন্ত্রাসবাদী এবং জঙ্গী সংগঠনের সমর্থক!
এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী বলেছেন, ‘ জানিয়ে রাখি প্রায় ২ কোটি মানুষ এই ছবিটি দেখেছেন। সেই দর্শকদের মধ্যে থেকে আপনি একজন কাউকেও খুঁজে পাবেন না যাঁরা বলবেন এই ছবি ভারতীয়দের মধ্যে মেরুকরণের ছবি। আমি তো বলব, যাঁরা আদতে সন্ত্ৰাসবাদী সংগঠনের সমর্থক তাঁরাই কাশ্মীর ফাইলস ছবির নিন্দা-সমালোচনা করছেন। আমার মতে এই ছবি মেরুকরণের নয়। এই ছবি আদতে রাম এবং রাবণের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে তফাৎ বুঝিয়ে দেওয়ার ছবি’।