রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের বিপোধিতা না করেও বেশ কিছু প্রশ্ন তুলল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ বগটুই গ্রামের ঘটনায় এ দিনই সিট-কে সরিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ তৃণমূলের প্রশ্ন, রাজ্য সরকার সব ব্যবস্থা নিলেও কেন সিবিআই তদন্তের প্রয়োজন? সিবিআই নিরপেক্ষ নয় বলেও দাবি করেছে শাসক দল৷
একই সঙ্গে তৃণমূলের হুঁশিয়ারি, সিবিআই তদন্তে বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা হলে অথবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের চেষ্টা হলে পাল্টা আন্দোলন হবে৷
তৃণমূলের লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্য সরকার সব ব্যবস্থা নিয়েছে৷ ক্ষতিপূরণেও পদক্ষেপ হয়েছে৷ মুখ্যমন্ত্রী যা যা করার করেছেন৷ পুলিশ একুশ জনকে গ্রেফতার করেছে৷ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে৷ তদন্ত চলেছে৷’ কটাক্ষের সুরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি-র দুই ভাই, ইডি আর সিবিআই৷ সিবিআই নিরপেক্ষ নয়, ওরা বিজেপি-র পক্ষ৷’
একই সঙ্গে শাসক দলের তরফে দাবি করা হয়েছে, ‘একদিক থেকে ভালো হয়েছে৷ এরপর কেউ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে দোষ দিতে পারবে না৷ সিবিআই দেখুক, আমরা সহযোগিতা করব৷’
পাশাপাশি তৃণমূলের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে, অতীতে তদন্ত ভার হাতে নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি, সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ড, নন্দীগ্রামে গণহত্যা সহ বহু মামলার তদন্ত শেষ করতে পারেনি সিবিআই৷ আবার দিল্লির দাঙ্গা, হাথরস, উন্নাও, লখিমপুর খেরির ঘটনায় কেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় না, সেই প্রশ্নও তুলেছে শাসক দল৷ তৃণমূলের তরফে প্রকৃত ন্যায়বিচার এবং সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে৷