বগটুই নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় হাউমাউ করে কেঁদে ভাসালেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিও তুলেছেন তিনি। রূপা বলেন, ‘আমরা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। রাজ্যে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। বেঁচে থাকা দায় হয়ে উঠেছে’।
এদিন রাজ্যসভায় বলতে গিয়ে বিজেপি নেত্রী বলেন,’বাংলার এই পরিস্থিতির কথা বলতে গিয়ে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা কেউ পাথরের তৈরি নই। এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। বাংলা ভারতেরই অংশ। এখানকার মানুষেরও বেঁচে থাকার অধিকার আছে। বাংলায় জন্মগ্রহণ করা অপরাধ নয়’।
প্রসঙ্গত, শুক্রবারই বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। এরাজ্যের শাসকদল জানিয়ে দেওয়া হয়েছে, সিবিআই তদন্তে তারা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। এর মধ্যেই রাজ্যসভায় কেঁদে ভাসালেন রূপা।