মার্চ প্রায় শেষের দিকে। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম মাস এপ্রিল। সেই এপ্রিল মাসে দেশজুড়ে বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন। প্রতিবছরের মতো এপ্রিলের প্রথম দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর বিভিন্ন জায়গা মিলিয়ে আরও মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এপ্রিলে। জেনে নিও সেই তারিখগুলি।
১ এপ্রিল: আগের বছরের হিসেবের অ্যাকাউন্ট বন্ধ করার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে এদিন। আইজল, চণ্ডীগড়, শিলং এবং শিমলা ছাড়া দেশের প্রায় সব জায়গাযতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে এদিন।
২ এপ্রিল: বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে গুড়ি পর্ব/ উগাদি উৎসব/ প্রথম নবরাত্র/ তেলেগু নববর্ষের দিন/ সাজিবু নংমাপানবা (চেরাওবা) এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
উল্লেখ্য, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসে (আইএমপিএস) লেনদেনের সীমা বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেই মোতাবেক আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে বাড়তি একটি ধাপ যুক্ত করেছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ এপ্রিল: বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/ মহাবীর জয়ন্তী/ বৈশাখী/ বৈশাখী/ তামিল নববর্ষ দিবস/ চেরাওবা/ বিজু উৎসব/ বোহাগ বিহুর জন্য দেশের প্রায় সব জায়গাযতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এদিন শিলং এবং শিমলায় ব্যাঙ্ক খোলা থাকবে।
১৫ এপ্রিল: গুড ফ্রাইডে/ বাঙালি নববর্ষ দিবস (নববর্ষ)/ হিমাচল দিবস/ বিশু/ বোহাগ বিহু উপলক্ষে দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ এপ্রিল: বোহাগ বিহুর প্রাক্কালে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৯ এপ্রিল: শব-ই-কদর/ জুমাতুল-বিদার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ এপ্রিল: গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
তাছাড়া দু’টি শনিবার ও চারটি রবিবার মিলিয়ে এপ্রিলে আরও ছ’দিন বন্ধ খাকবে ব্যাঙ্ক। অর্থাৎ সাপ্তাহিক ছুটি।