তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘২০১৯, বিজেপি ফিনিশ’। স্লোগান তুলেছিলেন, ‘সিবিআই টু আরবিআই, দিস গভর্নমেন্ট বাই বাই’। মোদী জামানার পতনের ভবিষ্যদ্বাণী করে মমতার বেঁধে দেওয়া সুরেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল।
দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভে ব্যানার ও পোস্টার-সহ অংশ নিয়েছিলেন দলের লোকসভা ও রাজ্যসভার সমস্ত সংসদ। সকাল সাড়ে দশটা থেকে প্রায় আধঘণ্টা চলে এই বিক্ষোভ কর্মসূচী। নেতৃত্বে ছিলেন দলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।
এর আগে বিভিন্ন ইস্যুতে সংসদ চত্বরে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। তবে চলতি শীত অধিবেশনে এই প্রথম মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল। প্রসঙ্গত, মোদীর শাসনকালে এটিই সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশনেই কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন বিষয়ে চেপে ধরার পরিকল্পনা নিয়েছে বিরোধীরা। তৃণমূলের এই বিক্ষোভ সমাবেশ তারই অঙ্গ।
বিক্ষোভের পর তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি বলেন, ‘একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা নষ্ট করে নরেন্দ্র মোদী সরকার যেভাবে সংস্থাগুলির ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার ফলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক জরুরী অবস্থা তৈরি হয়েছে। এই সঙ্কটের মুহূর্তে বিরোধীদের শুধুমাত্র সরকারের নিন্দা করে বসে থাকলেই চলবে না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। সংসদের ভেতরে দুই কক্ষেই বিষয়টি উত্থাপন করা হবে। সংসদের বাইরেও মানুষকে সজাগ ও সতর্ক করার জন্যই এই কর্মসূচী নেওয়া হয়েছে’।