বগটুইকাণ্ডে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক আবহ। বৃহস্পতিবারই বগটুই পৌঁছে আনারুল হুসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বগটুইতে দাঁড়িয়েই মমতা বলেন, ”হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে। ও জানত। তদন্ত তদন্তের পথে চলবে। আমি এর মধ্যে কোনও ভাবে হস্তক্ষেপ করব না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে পুলিশ অফিসার এর মধ্যে জড়িত, তাঁদেরও ছাড়া হবে না।” আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই আনারুলের বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী।
এরপর সেখানে আনারুলের পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকররা। পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও করা হয়। প্রসঙ্গত, বগটুইয়ে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হুসেন। আর তাঁকেই গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই পদক্ষেপের মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দেন, প্রয়োজনে দলের নেতাদের গ্রেফতার করতেও পিছপা হবেন না তিনি। এদিন বগটুইতে পৌঁছেই রীতিমতো প্রশাসনিক প্রধানের ভূমিকায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন জ্বলছে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি ও। আনারুলকে গ্রেফতার করা হবে। ও যদি আত্মসমর্পণ না করে তাহলে গ্রেফতার করতে হবে।”