রাজস্থান বিধানসভা ভোটে বিজেপির থেকে ১০০ কোটি টাকা নিয়ে ধর্মনিরপেক্ষ ভোট ভাগাভাগি করেছে প্রকাশ কারাত লবি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন সিপিএম সাংসদ এপি আবদুল্লা কুট্টি। তাঁর দাবি, বিজেপির সুবিধা করে দিতেই রাজস্থানের ২৮ টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল সিপিএম। পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে দেশের রাজনীতি যখন ফুটছে তখনই এমন অভিযোগে রাম-বাম গোপন আঁতাত নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
একটি ফেসবুক পোষ্টে আবুদুল্লা কুট্টি দাবি করেছেন, ‘রাজস্থানের ২৮টি আসনে সিপিএম প্রার্থী দিয়ে, ৪ লক্ষের বেশি ভোট কেটে বিজেপি-র সুবিধে করে দিয়েছে। এই কেন্দ্রগুলি থেকে যাতে বিজেপির জয় নিশ্চিত হয়, সেই ভূমিকাই নিয়েছিল কারাত ব্রিগেড।’ আসন ধরে উদাহরণও দিয়েছেন কুট্টি। লিখেছেন, ‘পিলিবাঙ্গা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ধর্মেন্দ্র কুমার বিজেপি প্রার্থীর কাছে ২৭৮ ভোটে হেরেছেন। আর ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী ভোট পেয়েছে ২ হাজার ৬৫৯টি।’ এরপরেই আবদুল্লার অভিযোগ, এই ধর্মনিরপেক্ষ ভোট ভাগাভাগির জন্য বিজেপির থেকে ১০০ কোটি টাকা নিয়েছে প্রকাশ কারাত লবি।
ওই পোষ্টেই আবদুল্লা জানিয়েছেন, টাকা নিয়ে ধর্মনিরপেক্ষ ভোট ভাগাভাগির বিষয়টি তিনি এক ‘পুরনো কমরেড বন্ধু’র থেকে শুনেছেন। এই নিয়ে দলের অন্দরে সীতারাম ইয়েচুরি উদ্বেগ প্রকাশ করেছেন বলেও দাবি করেছেন তিনি।
শরিক দল ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সম্মেলনে যখন সীতারাম ইয়েচুরি বিজেপি বিরোধিতায় আওয়াজ তুলছেন, সেই সময় প্রকাশ কারাতের বিরুদ্ধে এই অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গেছে, এমন অভিযোগ করায় কুট্টির বিরুদ্ধে মানহানির মামলা করবে সিপিএম।
উল্লেখ্য, ১৯৯৯-২০০৯ পর্যন্ত কেরলের কান্নুর লোকসভা থেকে টানা ১০ বছর সিপিএমের সাংসদ ছিলেন এপি আব্দুল্লাকুট্টি। কিন্তু শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০৯ সালে সিপিএম থেকে বহিষ্কৃত করা হয় তাঁকে। এরপর কংগ্রেসে যোগ দেন তিনি। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত কংগ্রেসের টিকিটেই বিধায়ক ছিলেন কুট্টি।
