এবার নির্বাচনী বৈতরণী পেরোতে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ওপরেই ভরসা রাখলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ পিকে এবং তাঁর সংস্থা যে এবার তাঁর সঙ্গে কাজ করবে, এদিন নিজেই সেকথা জানিয়েছেন কেসিআর। প্রশান্তকে পাশে পেয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কেসিআর একই সঙ্গে ওই দাবিও করেছেন, যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল ৯৫ থেকে ১০৫টি আসনে জয় পাবেই৷
প্রসঙ্গত, তেলেঙ্গানায় ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি৷ এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে প্রশান্ত কিশোরের উপরে ভরসা রাখার চেয়ে ভাল বিকল্প ছিল না কেসিআর-এর সামনে৷ গত ফেব্রুয়ারি মাসে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে কালেশ্বরমে একটি সেচ প্রকল্পের কাজ দেখতে গিয়েছিলেন প্রশান্ত কিশোর৷ যেহেতু কেসিআর-এর সঙ্গে প্রকাশ রাজের সম্পর্ক ভাল, সেই সূত্রেই পিকে-র সঙ্গে কেসিআর হাত মেলাতে পারেন বলে তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল৷
এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই জানেন না, গত সাত-আট বছর ধরেই প্রশান্ত কিশোর আমার সবথেকে ভাল বন্ধু৷ আরও মনে রাখা উচিত, প্রশান্ত কিশোর জীবনে কোনও দিন কোনও কাজের জন্য টাকা নেন না৷’ কেসিআর-এর দাবি, জাতীয় স্তরে বড় পরিবর্তন আনতেই পিকে-র সঙ্গে হাত মিলিয়েছেন তিনি৷ এদিন হায়দ্রাবাদে সাংবাদিক বৈঠকে তিনি এ-ও জানান, যে জাতীয় স্তরে বড় পরিবর্তন আনতে প্রশান্ত কিশোরের সঙ্গে আমার আলোচনা চলছে৷