কাশ্মীর ফাইলস নিয়ে এবার বিস্ফোরক জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। বিবেক অগ্নিহোত্রীর ছবি কাশ্মীর ফাইলস-কে বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত ছবি বলে অভিহিত করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকাছাড়া করার ঘটনার জন্য আমাকে দায়ী মনে হলে আমাকে ফাঁসি দিয়ে দিতে পারেন।’
ফারুখ আবদুল্লা বলেন, ‘এই সিনেমা একটি বিশেষ প্রোপাগান্ডা নিয়ে তৈরি। এমন একটা ঘটনার কথা সিনেমাটিতে দেখানো হয়েছে যা উপত্যকার প্রত্যেকের জন্য একইরকম মর্মান্তিক ছিল। ওই মর্মান্তিক ঘটনার কথা ভাবলে আজও আমার মন কাঁদে। আজও রক্তাক্ত আমার হৃদয়। আসলে এই সিনেমাটাকে ব্যবহার করে একটি বিশেষ রাজনৈতিক দল নিজেদের নৈতিক দায় ঝেড়ে ফেলতে চাইছে।’
এখানেই শেষ নয়, ফারুখ আবদুল্লা বলেন, ‘কে বা কারা সেদিনের ঘটনার জন্য দায়ী, সেই সত্যিটা জানতে হলে একজন সৎ বিচারকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন খোঁজ নিয়ে দেখা হোক। যদি তাতেও বলা হয় ঘটনার জন্য ফারুখ-ই দায়ী। তাহলে আমি দেশের যেকোনও জায়গায় ফাঁসিকাঠে ঝুলতে রাজি। আমি যেকোনও ট্রায়ালের জন্য তৈরি কিন্তু যারা এর জন্য় দায়ী নন, দয়া করে তাদের দোষী করবেন না।’