নীতা ও মুকেশ আম্বানীর কন্যা ঈশার বিয়ে ঘিরে তারার হাট বসেছে মুম্বইয়ের জিও গার্ডেনে। ঈশা ও আনন্দ নামী-দামি উপহারও পাচ্ছেন বিস্তর। কিন্তু সেরা উপহারটা পেলেন এদিন। যা হীরে, জহরতের চেয়েও কয়েক হাজার গুণ দামি।
কী সেই উপহার যা হীরের চেয়েও দামি? দু’কলি গান। যার-তার গলায় নয়। এই গান গেয়েছেন স্বয়ং লতা মঙ্গেশকর। সুরের মুর্চ্ছনায় সেই গানের কলি থেকে ঝড়ে পড়ছে মমতামাখা আশীর্বাদ। এভাবেই ঈশার বিবাহিত জীবনের জন্যে শুভকামনা পাঠিয়েছেন সঙ্গীত সম্রাজ্ঞী।
কয়েকদিন ধরে লতাজীর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। তাঁর আরোগ্য কামনা করেও অনেকেই পোস্ট করছিলেন সোশ্যাল মিডিয়াতে। গুজব এমন জায়গায় পৌঁছেছিল, লতাকে স্বয়ং টুইট করে জানাতে হয় যে, তিনি ভালোই আছেন।
এই তারকা বিয়েতেও আমন্ত্রণ ছিল তাঁর। শারীরিক কারণেই আসতে পারেননি। তাই শুভেচ্ছা আর আশীর্বাদ জানিয়ে পাঠিয়েছেন, নিজের গলায় মারাঠি ভাষায় গাওয়া দুকলি গান। তবে এই উপহার যে ঈশা আম্বানী ও আনন্দ পিরামলের জীবনের অমূল্য সঞ্চয় হয়ে থাকবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এখনই।