অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি করে এবার আম আদমি পার্টির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। আপের তরফেই এমনটা জানানো হয়েছে। সূত্রের খবর, পাঞ্জাবের স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বও তাঁকে দিতে পারে ভগবন্ত মানের সরকার।
উল্লেখ্য, পাঞ্জাবের পাঁচটি রাজ্যসভার আসন আগামী মাসেই শূন্য হবে। এদিকে আজই রাজ্যসভার আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যেই জানা গেল, আম আদমি পার্টির সমর্থনে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন হরভজন সিং। হরভজন ছাড়াও সংসদের উচ্চ কক্ষে দলের আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। তাঁরা হলেন দিল্লীর জল বোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা এবং আইআইটির অধ্যাপক ড. সন্দীপ পাঠক।
সম্প্রতি আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন ৭০০ উইকেটের মালিক হরভজন সিং। অবসর ঘোষণার কিছুদিন আগেই পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে দেখা করেছিলেন। যার পর জল্পনা ছড়ায় প্রাক্তন ভারতীয় স্পিনার কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও তখনই সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন হরভজন। এর পর জল্পনা ছড়ায় তিনি অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিতে চলেছেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই মিলে গেল।