এবার মুখ পুড়ল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের৷ শিবরাজ সিং চৌহানের রাজ্যে অপুষ্টির শিকার ৫ বছরের নীচে থাকা ১০ লক্ষ ৩২ হাজার শিশু। তাদের মধ্যে ৬ লক্ষ ৩০ হাজার শিশুর অপুষ্টি মারাত্মক আশঙ্কাজনক।
বুধবার মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টির উত্থাপন করেন বিজেপি বিধায়ক চৈতন্য কাশ্যপ। এর লিখিত উত্তর হিসেবে জানানো হয়, রাজ্যে মোট ৬৫ লক্ষ শিশু রয়েছে ৫ বছর পর্যন্ত। তার মধ্যে ১০ লক্ষ ৩২ হাজারটি বাচ্চা অপুষ্টিতে ভুগছে। তথ্য বলছে, ৬ লক্ষ ৩০ হাজার শিশু আশঙ্কাজনক ভাবে ভুগছে অপুষ্টিতে। ২ লক্ষ ৬৪ লক্ষ শিশুর বৃদ্ধি স্বাভাবিক নয়, ১৩ লক্ষ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতেই রয়েছে নারী ও শিশুকল্যাণ বিভাগ। তাঁর সাফাই, বহু জেলায় অপুষ্টির চিত্র আরও খারাপ ছিল। রাজ্য সরকার চেষ্টা করছে উন্নয়নের। অটলবিহারী বাজপেয়ী বাল আরোগ্য ও পোষণ মিশন এবং মুখ্যমন্ত্রী বাল আরোগ্য সম্বর্ধন কার্যক্রমের আওতায় বহু জেলায় খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।