এর আগে চলতি বছরের ‘সাংসদ রত্ন’ সম্মান দেওয়া হয়েছিল তৃণমূলের সৌগত রায়কে। এবার সাংসদ হিসেবে ভাল পারফরম্যান্সের জন্য ফের বর্ষসেরা সম্মানে ভূষিত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েন। এই সুখবর তিনি নিজেই টুইটের মাধ্যমে শেয়ার করেছেন। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যসভার সংসদের লোকমত কমিটির চেয়ারম্যান শরদ পাওয়ার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডেরেকের এই সাফল্যে স্বভাবতই খুশির জোয়ার ঘাসফুল শিবিরে।
বৃহস্পতিবার ডেরেক টুইট করে জানান, লোকমত সংসদীয় কমিটির বিচারে ‘বর্ষসেরা সাংসদ’ হিসেবে নির্বাচিত করার জন্য তিনি কৃতজ্ঞ। এই কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ার। তাই তাঁকে পৃথকভাবে ধন্যবাদ জানিয়েছেন ডেরেক। এছাড়া তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একইভাবে কৃতজ্ঞতা জানান। তাঁর এই সাফল্যের নেপথ্যে থাকা তৃণমূলের সাধারণ কর্মী, সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ডেরেক।
প্রসঙ্গত, সংসদের চলতি অধিবেশন শুরুর সময়ে ঘোষণা হয়েছিল তৃণমূল সাংসদ সৌগত রায়ের নাম। বাংলার একমাত্র সাংসদ হিসাবে এ বছরের ‘সাংসদ রত্ন’ সম্মান পাচ্ছেন তিনি। সপ্তদশ লোকসভার শুরু থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত পারফরম্যান্সের নিরিখে দমদমের সাংসদকে সম্মান দিতে চলেছে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামক সংস্থা। এই সংস্থাটিই তথ্যের ভিত্তিতে সাংসদদের পারফরম্যান্সের বিচার করে। উল্লেখ্য, সারা ভারতের মোট ১১ জন সাংসদ এই সম্মান পাচ্ছেন। এর মধ্যে ৮ জন লোকসভার সাংসদ। বাকি ৩ জন রাজ্যসভার সদস্য।