বিজেপি সরকারের রামরাজত্বে স্থানীয় পুলিশকর্মী এবং গুণ্ডাদের হাতে দিনরাত হেনস্থার শিকার হতে হত। সেই রোজকার হয়রানি থেকে বাঁচতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন উত্তরপ্রদেশের ট্যাক্সিচালক শিবম গুপ্তা। থানার সামনে গিয়ে গায়ে আগুন দিয়েছিলেন। এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শিবম অভিযোগ করেছেন, স্থানীয় পুলিশকর্মী এবং গুণ্ডারা দিনরাত হেনস্থা করত তাঁকে। সেই রোজকার হয়রানি থেকে মুক্তি পেতেই গায়ে আগুন দিয়েছেন তিনি। শিবমের অভিযোগের তালিকায় রয়েছেন ওই এলাকার স্টেশন হাউজ অফিসার, থানার ইন-চার্জ এবং আরও কিছু স্থানীয় গুণ্ডা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলে। শিবম যখন গায়ে আগুন দেন, স্থানীয় কেউ কেউ তার ভিডিও তোলেন। তাতে দেখা গিয়েছে, নেপাল বর্ডারের কাছে গৌরি ফানটা টাউনে একটি থানার কমপ্লেক্সের মধ্যেই গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। সারা দেহে আগুন নিয়ে ছটফট করছেন তিনি। আর আরও কিছু লোকজন সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।
সাংবাদিকদের কাছে শিবম দাবি করেছেন, স্থানীয় কিছু গুণ্ডা যখন তখন তাঁর ট্যাক্সিতে উঠে পড়ত। যখন তখন টাকা চেয়ে নিত। মাসে আরাই হাজার টাকা করে এমনিই দিয়ে দিত হয় গুণ্ডাদের। চলত মারধরও। লোকাল থানার সঙ্গেও তাঁদের সাঁট ছিল বলে অভিযোগ, তাই কখনও পুলিশের সাহায্যও পাননি তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পড়েছে যোগী আদিত্যনাথের পুলিশের।