বাংলায় কর্মসংস্থানের নতুন দিশা দেখিয়ে সিভিক ভল্যান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের উপযুক্ত ট্রেনিং দিয়ে যথাযথ কাজে ব্যবহার করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন নবান্ন থেকে বৈঠকে এদিন এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, সিভিক ভল্যান্টিয়ারদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওই বৈঠকে।
জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনার, সিআইডি ও আইবির উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানেই মুখ্যসচিব বলেছেন, রাজ্যের সিভিক ভল্যান্টিয়ারদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যা তাঁদের কাজ সেই কাজই করাতে হবে তাঁদের দিয়ে, সঠিক কাজে সিভিক ভল্যান্টিয়ারদের ব্যবহার করতে হবে।
