বৃহস্পতিবার নির্বাচিত হয়েছে পাঁচ রাজ্যের নতুন সরকার। বিজেপি এই পাঁচ রাজ্যের মধ্যে চারটি রাজ্যে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। এবং চারটি রাজ্যেই তারা একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পর্যায়ে পৌঁছেছে। এরমধ্যে একমাত্র গোয়ায় ২০২১ সালের পরে আবার তৃণমূল এবং বিজেপির মুখোমুখি দ্বৈরথ দেখা গেছে। যদিও এবারের দ্বৈরথে শেষ হাসি হেসেছেন বিজেপির প্রমোদ সাওয়ান্ত।
নির্বাচনের ফলাফল ঘোষণার সময়ে গোয়ায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলাফল ঘোষণার পরে গোয়ার প্রত্যেকটি জনগণকে তারা ধন্যবাদ জানিয়েছেন। মাত্র তিন মাসের সীমিত সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের উপর গোয়ারে প্রতিটি মানুষ ভালবাসা দেখিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
অভিষেক বলেন যে চারটি আসন তাঁরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছেন। কিছু আসনে ১০০০-১২০০ ভোট এবং একটি আসনে প্রায় ২৫০ ভোটে হেরেছেন তাঁরা। এমন কিছু বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র তিন মাসে প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে। এরপরেই তিনি আরও যোগ করেন যে তারা গোয়ার মানুষের কাছে বদ্ধপরিকর যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে তারা গোয়ায় থাকবেন এবং ময়দানে থেকে লড়াই করবেন সেই কথায় তারা এখনও অনড় রয়েছেন। তারা আগামী পাঁচ বছর মাটি কামরে গোয়ায় পরে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিন মাস অত্যন্ত কম সময় এবং এর মধ্যে তারা হয়ত সবার কাছে সেভাবে পৌঁছাতে পারেননি। কিন্তু তৃণমূল সার্বিকভাবে ছয় শতাংশ ভোট পেয়েছে মাত্র তিন মাসে। এটা অন্য কোনও রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। তিন মাসের মধ্যে বিজেপি কোথাও গিয়ে এরকম ফল করেনি। তিনি মনে করেন যে এটাও তাদের কাছে একটা বড় সাফল্য। আগামী পাঁচ বছরে গোয়ার মাটিতে তৃণমূলকে আরও শক্তিশালি করে এই রাজ্যে জয়লাভ করা তার লক্ষ বলেও জানিয়েছেন তিনি।