বৃহস্পতিবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। যার মধ্যে চার রাজ্যেই বিজেপির জয়জয়কার! আর এতেই কারচুপি দেখছে তৃণমূল। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়াতে জয় পেয়েছে বিজেপি। আর এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি কেন্দ্রের থাকার সুবাদে সর্বশক্তি দিয়ে কারচুপি করেছে। এমনকি ইভিএম লুঠের মতো অভিযোগও সামনে এসেছে।
একই ভাবে বাংলাতেও ভোটে কারচুপি করার চেষ্টা করেছিল বলে দাবি কুণাল ঘোষের। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ওদের পরাজিত করেছে বলে মন্তব্য তাঁর। শুধু তাই নয়, কুণাল আরও বলেন, অখিলেশরা সবরকম ভাবে চেষ্টা করেছে। কিন্তু চালাকি কিংবা ছকটা তাঁরা বুঝতে পারেনি বলেও দাবি তাঁর। তবে কুণালের মতে, এই নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে মোদী থেকে যোগীকে চোখে চোখ রেখে তৃণমূলই পারে হারাতে।
অন্যদিকে, গোয়াতে কয়েকমাস হয়েছে তৃণমূল পা রেখেছে। কয়েকমাস ধরে মানুষের আস্থা অর্জন করা, লোগো চেনানোর কাজ করেছে। গোয়াতে অল্প সময়ে সে রাজ্যের মানুষের কাছে পৌঁছেছে। তবে কংগ্রেসের উচিৎ এবার নিজেদের আয়নায় মুখ দেখা। প্রধান বিরোধী শক্তি হিসাবে তাঁরা আর নেই। সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বলেও দাবি কুণালের। তাঁর সাফ কথা, এখনও পর্যন্ত আমরা বিজেপি বিরোধী অবস্থানে অনড় আছি। আমরা বাংলায় বিজেপিকে সবদিক থেকে হারিয়েছি।