সমস্ত বুথফেরত সমীক্ষাতেই ইঙ্গিত ছিল এবার পাঞ্জাবে ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার ভোট গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় মিলে যেতে চলেছে সমস্ত সমীক্ষা। শেষমেশ ঝাড়ুর ঝড়ে কার্যত সাফই হয়ে গেল বিরোধীরা৷ আপ সুপ্রিমো অরবিন্দের মুখে হাসি ফোটালেন একদা কৌতুকশিল্পী তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। অরবিন্দের ‘মান’ তো ভগবন্ত রাখলেনই। বাকি কেন্দ্রগুলিতেও আশাতীত ফল করল আপ। বৃহস্পতিবার গণনার শুরু থেকেই এগিয়েছিলেন ভগবন্ত। সাত রাউন্ডের গণনার শেষে ভগবন্ত এগিয়ে রয়েছেন ৪৩,৮৯৮ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভোট ১৪,১৯১। অর্থাৎ পাঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ তখনই এগিয়ে প্রায় ৩০ হাজার ভোটে। যে ব্যবধান বাড়বে বৈ কমবে না।
প্রসঙ্গত, পাঞ্জাবে কার্যত প্রতি ৫ কী ১০ বছর অন্তর অন্তর ক্ষমতায় বদল হয়। কার্যত কয়েক দশক ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। সেই ক্ষমতা বদলের দৌড়ে একদিকে থাকে মূলত কংগ্রেস, অন্যদিকে থাকে শিরোমণি অকালি দল ও বিজেপি জোট। কিন্তু বারবারই দুই শিবিরের দিকে এই অভিযোগ উঠেছে, যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসে তা তারা পূরণ করে না। পঞ্চনদের দেশে ড্রাগের নেশা যেমন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে তেমনি যুবসমাজের সামনে বেকারত্ব এক চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মাথা তুলে রাজ্যজুড়ে দাপিয়ে বেড়িয়েছে মাটি মাফিয়ারাও। এই পরিস্থিতিতে পাঞ্জাববাসী যে একটা বড়সড় পরিবর্তন চাইছেন সেটা কিন্তু ৫ বছর আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল আপের ১২টি আসন প্রাপ্তিতে। বস্তুত পঞ্চনদের দেশে সেটাই ছিল আপের ভিত্তি গড়ে ওঠার ঘটনা। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০২২-এ রাজপ্রাসাদ গড়ল তারা।
উল্লেখ্য, এবার পাঞ্জাবের বিধানসভা ভোটের লড়াইয়ের শুরুতেই কেজরি জানিয়ে দিয়েছিলেন পাঞ্জাবে তাঁদের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত। ২০১৯ সাল থেকে সঙ্গরুর লোকসভা কেন্দ্রের সাংসদ ভগবন্ত বিধানসভায় ভোট লড়েছিলেন সেই কেন্দ্রের ধুরি বিধানসভা কেন্দ্র থেকে। তবে রাজনীতিক নয়, পাঞ্জাবে ভগবন্তের প্রথম পরিচিতি কৌতুক শিল্পী ও অভিনেতা। তাঁর কৌতুক নকশার মূল বিষয় ছিল রাজনীতি। দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে ভগবন্তের কৌতুক, টিপ্পনির ক্যাসেট বিক্রি হত হুড়মুড়িয়ে। সেই কৌতুক শিল্পী-অভিনেতার ‘নেতা’ হওয়ার শুরু ২০১১ সালে। রাজনীতির কেরিয়ার শুরু ‘পিপলস পার্টি অব পাঞ্জাব’-এর হয়ে। যদিও প্রথম বিধানসভা ভোটে হেরেছিলেন। এর বেশ কিছু দিন পর আপের হাত ধরেন মান। এবং পাঞ্জাবের সঙ্গরুর লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ ও ২০১৯ সালে পরপর দুই বার জয়ী হন। আর এবার তিনিই হতে চলেছেন পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী।