ফলাফল থেকে স্পষ্ট যে উত্তরাখণ্ডে সরকার গঠন করতে চলেছে বিজেপি। বিকেল চারটে পাওয়া খবর অনুসারে, রাজ্য বিধানসভার ৭০টি আসনের মধ্যে তারা ৪৮টি আসনে এগিয়ে। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে ১২টি আসনে এগিয়ে রয়েছে।
দ্বিতীয়স্থানে থাকা কংগ্রেস গতবারের নিরিখে আরও সাতটি আসন বাড়িয়ে নিয়েছে। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় কংগ্রেস ১৮টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ, রাজ্য বিধানসভায় তারাই প্রধান বিরোধীদল হতে চলেছে। তবে যে খবর বিজেপির কাছে দুর্ভাগ্যজনক, তা হল পুষ্কর সিং ধামির পরাজয়।
সরকার গঠন করতে গেলে দরকার ৩৬টি আসন। অন্যদিকে, কংগ্রেস এগিয়ে ১৮টি আসনে। ২টি আসনে এগিয়ে বিএসপি। দল এগিয়ে থাকলেও হারের মুখ দেখতে হয়েছে পুষ্কর সিং ধামিকে। তিনি হেরেছেন ছ হাজার ভোটে। রাজনৈতিক মহল পুষ্কর সিং ধামির এই পরাজয় স্বাভাবিক বলে মনে করছে।
ভোট শেষ হতেই প্রকাশিত হতে শুরু করে বুথফেরত সমীক্ষার ফল। সেই ফলাফল অনুসারে, কংগ্রেস ও বিজেপির মধ্যে কাঁটে কি টক্কর চলবে। যদিও এদিন সকাল থেকে ভোট গণনা শুরু হতেই পদ্মশিবিরের প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠই বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যেতে থাকেন।
এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় বিজেপি এগিয়ে ৪৮টি আসনে, কংগ্রেস এগিয়ে ১৮টিতে। বিএসপি এগিয়ে দুটিতে। উত্তরপ্রদেশের মতো উত্তরাখণ্ডেও বিজেপি সরকার গঠন করতে চলেছে। তবে গতবারের নিরিখে তারা এখনও পর্যন্ত ৯টি আসন হারিয়েছে।