রাজ্যের পড়ুয়াদের সারা বছরের মিড-ডে মিলের জন্য ইতিমধ্যেই রেশনের চাল সংগ্রহ করেছে রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আগামী এক বছরের জন্য রেশনের চাল সরবরাহের জন্য প্রয়োজনীয় পরিমাণ ধান কিনেছে। এ ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সারা বছরের দিকে তাকিয়ে সরকারের মিড-ডে মিল স্কিমের প্রকল্পের জন্য প্রয়োজনীয় চাল এই মাসের শেষের দিকেই ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, রাজ্য সরকার ইতিমধ্যেই পর্যাপ্ত ধান কিনে নিয়েছে। ইতিমধ্যেই চলতি খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের বেশি ধান সংগ্রহ করা হয়েছে৷ নভেম্বর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ধানের প্রয়োজনের মোট লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩২ লক্ষ টন।খাদ্য দফতর সূত্রে খবর, মিড-ডে মিল প্রকল্প এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বছরে ৪২ লক্ষ টন চালের প্রয়োজন হয়, যেখানে রেশন গ্রাহকদের জন্য বছরে প্রায় ২৭ লক্ষ টন চালের প্রয়োজন হয়। ৫ মার্চ পর্যন্ত, রাজ্য সরকার প্রায় ৩.৭ মিলিয়ন টন ধান সংগ্রহ করেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং এর মিড-ডে মিল প্রকল্পের জন্য এই মাসের মধ্যে আরও ৪২ লক্ষ টন ধান কেনার কথাও রয়েছে ৷
