শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় কলকাতায় নামার অল্প আগে মাঝ আকাশে হঠাৎ দুর্বিপাকে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকস্মিক এই দুর্যোগে বিমানটি এক লহমায় সাত হাজার ফুট থেকে দু’হাজার ফুটে নেমে আসে। সেই সঙ্গে টালমাটালও করতে থাকে। ঘটনায় মুখ্যমন্ত্রীর কোমরে জোর ব্যথা লাগে। এ নিয়েই এবার কর্তৃপক্ষের কাছে ক্ষোভ উগরে দিলেন দমদম বিমানবন্দরের কর্মচারীরা। বারবার কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিমানেই বিভ্রাট? এর দায় কার? এই প্রশ্ন তুলে বিক্ষোভের পথে হাঁটছেন তাঁরা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরের প্রশাসনিক দফতরে গিয়ে এই বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দরের কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন।
আইএনটিটিইউসি-র অধীনস্ত এই ইউনিয়নের কার্যকরী সভাপতি বরুণ নট্ট বলেন, ‘এটা একবারের ঘটনা নয়। বারবার হচ্ছে। এটার দায়িত্ব কার? আমাদের মুখ্যমন্ত্রীর কোমরে ও অন্যান্য জায়গায় চোট লেগেছে। এর আগেও তাঁর বিমানকে ৪৫ মিনিট ধরে অবতরণ করতে দেয়নি। এতদিন কিছু বলিনি। কিন্তু এবার আমরা বিক্ষোভ দেখাব।’ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ ও বিমানবন্দরের কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৌগত রায়, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের বিক্ষোভে শামিল হবেন বলে জানিয়েছেন বরুণ নট্ট। থাকবেন বিমানবন্দরের কর্মচারীদের সকলেই। বরুণবাবু বলেন, ‘আমরা মারাত্মক প্রতিবাদ, বিক্ষোভ তো দেখাবই। উত্তর না পেলে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেখে নেব।’
