দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। জেলায় জেলায় শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে।
একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। যার অভিমুখ রয়েছে শ্রীলংকার দিকে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে শনিবার ৫ ই মার্চ।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় লাদাখ মুজাফফরাবাদ জম্মু-কাশ্মীর এবং হিমাচল উত্তরাখণ্ডে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থানের একাংশে। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে। অন্ধ্রপ্রদেশ উপকূলেও বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। জেলায় জেলায় শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে।
দার্জিলিং,কালিম্পংয়ে হালকা বৃষ্টি। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রায় কোন পরিবর্তন নেই। তাপমাত্রা আগামী চার পাঁচ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত ৫ দিন। তবে পূবালী হাওয়ার দাপট ক্রমশ বাড়বে।
জেলার ক্ষেত্রে এখনো সকালে ও রাতে শীতের আমেজ কিছুটা থাকবে। বেলা বাড়লে উষ্ণতা ও বাড়বে। আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা আপাতত ২০-২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা। সিকিম সংলগ্ণ দার্জিলিং, কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে। বাকি জেলায় অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া। শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।