দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে খড়গহস্ত তিনি। বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন। যা নিয়ে বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। সম্প্রতি বঙ্গ বিজেপির নানা ত্রুটিবিচ্যুতি নিয়েও তির্যক ভাষায় লাগাতার তির বিঁধছেন তিনি। এবার তাঁর নিশানায় পুরভোটে বিজেপি কার্যত শূন্য হয়ে যাওয়া। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে কোনওটিই আসেনি গেরুয়া শিবিরের দখলে। তার পরপরই ‘চিন্তন বৈঠক’ শুরু করছে বঙ্গ বিজেপি। শনিবার সেই বৈঠকের আগে টুইটে দলীয় নেতৃত্বকে ফের কটাক্ষ করলেন তথাগত।
এবার বাংলার গেরুয়া শিবিরকে উটপাখির সঙ্গে তুলনা করে তাঁর তির্যক মন্তব্য – ‘ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে’? এই ক্ষেত্রে তিনি সুধীন দত্তের ‘উটপাখি’ কবিতার লাইন উল্লেখ করেছেন। শুক্রবার টুইটে তথাগত লেখেন, ‘বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া!’ এরপর তিনি সুধীন দত্তর কবিতার কথা উল্লেখ করেন। এতেই স্পষ্ট, বঙ্গ বিজেপি নেতৃত্বকে তিনি উটপাখির সঙ্গে তুলনা করলেন।