এবার বারাণসীতে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালাল বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো, জয় শ্রীরাম ধ্বনি এমনকী গাড়িতে চাপড়ও মারা হয় বলে জানা যাচ্ছে। অগত্যা পরিস্থিতি সামলাতে গাড়ি থেকে নামতে বাধ্য হন মমতা।
মমতা সকলকে জানান, “আপনারা যেভাবে স্বাগত জানাচ্ছেন, তা দেখে নিশ্চিত নির্বাচনে বিজেপি হারছেই।” এরপরই তিনি সেখান থেকে সোজা চলে যান দশাশ্বমেধ ঘাটে। তবে সেখানে একেবারে ভিন্ন চিত্র। বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে তুমুল উচ্ছ্বাস উন্মাদনা দেখা যায় বারাণসীবাসীদের।