কামারহাটিতে জিতলেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা। ৪৫৭০ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।
বুধবার সকালে কামারহাটি পুরসভার গণনা শুরু হওয়ার পর থেকেই ভাল ব্যবধানে এগোতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। ১৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী মেঘনাও নিরাপদ ব্যবধানে এগিয়ে যান। দুপুরে গণনা শেষে দেখা যায় তিনিই জয়ী হয়েছেন।
প্রচারে বড় সভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ায় জোর দিয়েছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠদের দাবি, সেই প্রচারের ফলস্বরূপই মেঘনা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর কনিষ্ঠ পুত্র শুভরূপ মিত্রের স্ত্রী মেঘনা কামারহাটিরই মেয়ে। এ বারের পুরভোটে কামারহাটি পুরসভায় চমক দিয়ে শ্বশুর মদনের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে প্রার্থী হন মেঘনা। এবার জিতেও গেলেন। তবে দেখার মেঘনাকে তৃণমূল পুরসভায় কোনও পদ দেয় কিনা। মিত্র পরিবারের দ্বিতীয় সদস্য হিসেবে কামারহাটি এলাকা থেকে জনপ্রতিনিধি হলেন মেঘনা।