বুধবার ভোট গণনা শুরু হতেই জেলায় জেলায় সবুজ ঝড়ে কার্যত কাত বিরোধীরা। সর্বত্রই সবুজ আবিরে বিজয় উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বাদ যায়নি দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের গড় বীরভূমও।
অবশ্য অনুব্রত মণ্ডল আগেই জানিয়েছিলেন যে, বীরভূমের পাঁচটি পুরসভার মধ্যে সবকটিতেই তৃণমূল জয়ী হবে। পুরভোটের ফল প্রকাশ হতেই তার অন্যথা হল না। অনুব্রতর দাওয়াইয়ে সিউড়ি, দুরবাজপুর, রামপুরহাট, বোলপুর সহ পাঁচটি পুরসভাতেই তৃণমূলের জয় জয়কার। আর এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই স্পষ্ট জানিয়ে দিলেন কেষ্টদা।
প্রসঙ্গত, ভোটের আগে বীরভূমের বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। যে কারণে পুরসভাগুলির একাধিক ওয়ার্ড ভোটের আগে থেকেই বিরোধী শূন্য হয়ে গিয়েছিল। এর জন্য বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তবে সেই অভিযোগে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে রাজি হননি অনুব্রত মণ্ডল। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই বলেই এখন তারা এ ধরনের কথাবার্তা বলছে।
যদিও বীরভূম অনুব্রত মণ্ডলকে একটা বড় ফ্যাক্টর হিসেবেই ধরা হয়। বীরভূমের পুরভোটে দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল। ভোটের আগেই অনুব্রত মণ্ডলের দাওয়াইয়ে বিরোধী-শূন্য হতে দেখা গিয়েছিল একাধিক ওয়ার্ড।
তবে উন্নয়ন দেখে মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে বলে মনে করছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের পাঁচটি পুরসভায় জয় প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ‘আমরা এখানে কোনও ফ্যাক্টর নয়, মানুষ উন্নয়ন দেখেছে এবং উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছেন। আমি ছ’টা পুরসভা দায়িত্বে ছিলাম। সবকটাতেই তৃণমূল জয়ী হয়েছে।’