পুরসভায় রাজ্য জুড়ে সবুজ ঝড়। ১০৭ পুরসভার মধ্যে ১০০টির বেশি নিজেদের দখলে রেখেছে তৃণমূল। দাঁত ফোটাতে পারেনি বিজেপি। একটি মাত্র পুরসভায় জিতেছে বামেরা। পুরভোটে তৃণমূলের এই বিপুল জয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মমতা।
তবে এখনও পুরো ফলাফল না এলেও তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত। এই ফলাফলের জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে মমতা লেখেন, ‘আমাদের এই জয়ের জন্য মা-মাটি-মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পুর নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন।’
সঙ্গে মমতা যোগ করেন, ‘এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা বৃদ্ধি করুক। জয় নম্রতা প্রদান করুক। আসুন আমরা একসঙ্গে শান্তি, সমৃদ্ধি ও রাজ্যের উন্নয়নে কাজ করি।’ দলনেত্রী এই টুইট পেতেই আনন্দে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা।
একটু পরেই বারাণসি উড়ে যাবেন মমতা। ইতিমধ্যেই কালীঘাটের বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বারাণসিতে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা আছে তাঁর। সন্ধ্যায় গঙ্গায় আরতি দেখবেন। কাল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের হয়ে দুজনে এক মঞ্চ থেকে ভাষণ দেবেন।