ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে। ভয়ঙ্কর যুদ্ধের প্রত্যক্ষ না হলেও, পরোক্ষ প্রভাব ভারতের উপর পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এমনকি জ্বালানি সহ গ্যাসের দাম ভয়ঙ্কর ভাবে বাড়তে পারে বলেও আশঙ্কা। আর এই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।
মুলত মাসের প্রথমেই গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করা হয়ে থাকে। তেল সংস্থাগুলি সার্বিক পরিস্থিতি বিচার করে গ্যাসের দাম বৃদ্ধি করে থাকে। তবে বিশ্ব বাজারে যুদ্ধের কারণে আগামীকাল মাসের প্রথমদিনেই গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও একটা অংশ বলছেন, দাম কিছুদিন বাড়েনি। তবে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট চলছে। আর এই ভোট মিটলে পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার থেকে দুধের দামও বাড়ছে। লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। আজ থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। খরচ বৃদ্ধির কারণেই লিটার প্রতি দুটাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আমুল গোল্ড মিল্কের দাম বেড়ে হচ্ছে ৩০ টাকা। যা ৫০০ লিটারে। আমুল তাজার দাম পড়বে ২৪ টাকা। এটিও ৫০০ মিলিলিটারে। আমুল শক্তির জন্য দাম দিতে হবে ২৭ টাকা/৫০০ মিলিলিটারে। আমদাবাদ, দিল্লি এনসিআর, কলকাতা ও মুম্বই সহ একাধিক মেট্রো শহরগুলিতে পড়বে এই মূল্যবৃদ্ধি। সংস্থা জানাচ্ছে, শক্তি, প্যাকেজিং সহ সমস্ত জিনিসের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এমনকি গবাদী পশুর খাবারের দামও বেড়ে গিয়েছে অনেকটাই। আর সেই কারণেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।