চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এখনও দেশে ফিরতে পারেননি প্রচুর ভারতীয় পড়ুয়ারা। এবার ইউক্রেনে আটকে পড়া এক ভারতীয় ছাত্রীর ভিডিও শেয়ার করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাতে ওই ছাত্রীকে বলতে শোনা গিয়েছে, “প্লিজ জয় হিন্দ, জয় ভারত, প্লিজ হেল্প আস।” সরকারের হিসাব অনুযায়ী, ইউক্রেনে এখনও ১৬ হাজার ভারতীয় আটকে আছেন। সেখানে রুশ ফৌজের আক্রমণ চলছে পুরোদমে। ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সেদেশ থেকে সরাসরি বিমানে কাউকে উদ্ধার করা যাচ্ছে না। অনেক ভারতীয়কে ইতিমধ্যে সড়কপথে নিয়ে যাওয়া হয়েছে রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রে। সেখান থেকে দফায় দফায় বিমানে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী যে ছাত্রীর ভিডিও শেয়ার করেছেন, তাঁর নাম গরিমা মিশ্র। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের লখনউতে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, “কেউ আমার ফোন কলে সাড়া দিচ্ছে না। আমরা আদৌ কোনও সাহায্য পাব কিনা জানি না।” পরে তিনি বলেন, “আমরা যেখানে আছি, সেখানে অনেকেই এসে নানা ঝামেলা করছে। কী ঘটছে আমরা বুঝতেই পারছি না।”
পাশাপাশি, গরিমা বলেছেন, তাঁরা নানা গুজব শুনেছেন। তাঁর কথায়, “আমরা শুনেছি, আমাদের কয়েকজন বন্ধুকে রাশিয়ার সেনা আটকেছে। তারা ছাত্রদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাদের কী হয়েছে আমরা জানি না।” কাঁদতে কাঁদতে গরিমা বলেছেন, “আমরা সিনেমায় এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। আমরা ভেবেছিলাম, আমাদের কিছু হবে না। কিন্তু এখন খুব ভয় লাগছে। আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠানো হোক। ভারতীয় সেনা আমাদের উদ্ধার করতে আসুক।” শেষে হাতজোড় করে গরিমা বলেছেন, “প্লিজ প্লিজ হেল্প আস। জয় হিন্দ। জয় ভারত। যিনি এই ভিডিও দেখছেন, তিনি শেয়ার করুন।” প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, “ঈশ্বরের দোহাই, ভারতের সন্তানদের উদ্ধার করার জন্য কিছু করুন। আমাদের সারা দেশ ওই ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে।” বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশে প্রিয়ঙ্কা বলেন, “আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি, ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।”
